fbpx
সংবাদ শিরোনাম
মোস্তাফিজুর রহমান দৈনিক খবরের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১০ দাবি গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত  আইনজীবী হত্যার বিচারের দাবিতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করা হোক মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ  জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহ্বান কোন অবস্থায় মিথ্যা মামলা নেয়া যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা বিএসসি’র ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ পরিশোধের জন্য ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শর্ট কোর্সে ভর্তি শুরু, প্রশিক্ষণ শেষে ভাতা পাবে শিক্ষার্থীরা 

                                           
এম,এ,আর বিজন
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত মেহেরপুর টিটিসিতে যুব ও যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে জানুয়ারী-মার্চ ২০২৫ খ্রি. সেশনে নিম্নলিখিত নিয়মিত শর্ট কোর্সসমূহে ভর্তি শুরু হয়েছে।

উল্লেখ্য, ভর্তি ফি ১২ টাকা, টিউশন ফি ৩৬ টাকা এবং প্রশিক্ষণ ফি সম্পূর্ণ ফ্রি। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে দক্ষতার সনদ প্রাপ্তদের দেশে ও বিদেশে চাকুরীর যথেষ্ট সুযোগ রয়েছে।

পরীক্ষার্থীকে অবশ্যই বিএনকিউএফ লেভেল-১/২/৩ পরীক্ষার জন্য ৫৫০ টাকা বোর্ড ফি জমা দিতে হবে।

কম্পিটেন্সি স্টান্ডার্ড অনুযায়ী স্বল্প মেয়াদী কোর্সসমূহ 

১. কম্পিউটার অপারেশন

সময়কাল- ৩ মাস, লেভেল-৩

শিক্ষাগত যোগ্যতা- এসএসসি/সমমান পাশ

ভর্তির জন্য যোগাযোগ- ০১৭১০-৬৯৩৯৫৩

২. কনজুমার ইলেকট্রনিক্স

সময়কাল- ৩ মাস, লেভেল-১

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি/সমমান পাশ

ভর্তির জন্য যোগাযোগ- ০১৯১৬-১২৪৬৫৭

৩. ম্যাশনারী

সময়কাল- ৩ মাস, লেভেল-২

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি/সমমান পাশ

ভর্তির জন্য যোগাযোগ- ০১৭৮৮-৬৭২৭৪৭

৪. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স

সময়কাল- ৩ মাস, লেভেল-২

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি/সমমান পাশ

ভর্তির জন্য যোগাযোগ- ০১৭৪৯-৮১৮৭৪৯

৫. মেশিন সপ প্র্যাকটিস

সময়কাল- ৩ মাস, লেভেল-৩

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি/সমমান পাশ

ভর্তির জন্য যোগাযোগ- ০১৭২২-৬০৫৫৪৮

৬. টেইলরিং এন্ড ড্রেসমেকিং

সময়কাল- ৩ মাস, লেভেল-২

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি/সমমান পাশ

ভর্তির জন্য যোগাযোগ- ০১৬১১-৬০৫৫৪৮

ফরম বিতরণ ও জমা: ১৭/১১/২০১৪ খ্রি. হতে ২৩/১২/২০২৪ খ্রি. পর্যন্ত, লটারির তারিখ : ২৪/১২/২০২৪ খ্রি. (সকাল ১১:০০ টা )।

ক্লাশ শুরু: ০১/০১/২০১৫ খ্রি. (সকাল ৯:০০ টা হতে)।

আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্রাদি জমা দিবে হবে এবং অন্যান্য তথ্য :

(১) প্রার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি

(২) NID/ Birth Certificate এর ফটো কপি (৩) নাগরিক সনদের কপি

(৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি

(৫) আবেদন পত্রে অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে

(৬) বৈদেশিক চাকরী প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি

(৭) “আমি প্রবাসী এ্যাপস” এর মাধ্যমে সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করা যাবে

(৮) বয়স সময়সীমা ১৬ থেকে ৪৫ বছর পর্যন্ত হতে হবে।

ক্লাসে ৯০% উপস্থিতির ভিত্তিতে এবং বাজেটপ্রাপ্তি সাপেক্ষে দৈনিক ১৫০/- টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে।

বিদ্রঃ BNQF Assessment এর জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে।

সূত্র: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেহেরপুর।

 

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Raw Food BD Mustard Oil