নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে ৫’শ গ্রাম গাঁজা ও ০৩ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদসহ ০২ কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, উপজেলার ইসলামপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ফিরোজ আলী(২৪) ও একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিপ্লব হোসেন(২৮)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু, এসআই হেলাল উদ্দিন,এএসআই মাহাতাব উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফিরোজ হোসেন ও বিপ্লব আলীকে আটক করে।এসময় কাছ থেকে ফিরোজ আলীর কাছে থেকে ৫’শ গ্রাম গাঁজা ও বিপ্লব হোসেনের কাছে ০৩ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদ উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।