নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে ১’শত ৩০ পিস ইয়াবাসহ দুজন আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মৃত সজিবুল ইসলাম পিন্টুর ছেলের সোহেল রানা রনি (২৪) ও একই এলাকার মোলাম আলীর ছেলে রুবেল আলি (২৩)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার কাজীপুর পীরতলা এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।