নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে হেরোইনসহ আজিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক করবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩.৭২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আজিজুল ইসলাম মেহেরপুর পৌর শহরের শিশুবাগান পাড়ার মৃত আব্দুলের ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নি:) মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর বামনপাড়ার পানি উন্নয়ন বোর্ডের সামনে আজিজুলকে তল্লাশি করে তার কাছ থেকে ১৩.৭২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেছে। তবে মাদক বহনে ব্যবহৃত দুটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আজিজুল দু’টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামি।