নিজস্ব প্রতিবেদকঃমেহেরপুরে ০২ গ্রাম হেরোইনসহ আজিজুল ইসলাম রুমি(৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত আজিজুল ইসলাম রুমি মেহেরপুর সদর উপজেলা শিশুতলাপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর পৌর এলাকার চুলকানি মোড় এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০২ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের ৭’শ টাকাসহ আজিজুল ইসলাম রুমি আটক করে। আটককৃত আজিজুল ইসলাম রুমি বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান,ইতিপূর্বে তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা রয়েছে।