মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে সাধু বার্ণবার গির্জার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালের দিকে বার্ণবার গির্জার ছাদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট রেভাঃ হেমেন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডায়াসিসিসের সেক্রেটারি রেভা: দানিয়েল মন্ডল, বল্লভপুর ডিনারীর ডিন রেভা: মৃত্যুঞ্জয় মন্ডল, নিত্যানন্দপুর প্যারিসের পুরোহিত রিচার্ড মার্ডি ও স্থানীয় চার্চের সকল সদস্য-সদস্যা বৃন্দ।