fbpx

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক আহত

                                           
রাব্বি আহমেদ
প্রকাশ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিলন রেজা নামের এক যুবক আহত । তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে। শিলন রেজা সদর উপজেলার শোলমারী গ্রামের আজগর আলীর ছেলে।

সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে শিলন রেজা মাঠে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শোলমারী নসিমন স্ট্যান্ডের কাছে বিপরীতগামী অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় শিলন রেজা আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন