নিজস্ব প্রতিবেদকঃ মানুষের তরে, মানবতার তরে এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৮ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে মেহেরপুরের নুরুল হক ফাউন্ডেশন।
বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকেই নুরুল হক ফাউন্ডেশন সাধ্যমত জনগণের পাশে থেকে সাহায্য সহযোগীতা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জুলাই) ফাউন্ডেশনের পক্ষ থেকে গাংনী উপজেলা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করার লক্ষ্যে গাংনী উপজেলার সাহারবাটী,কাথুলি ও বামুন্দী ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং করা হয়। সেই সাথে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ফাউন্ডেশনের কর্মীরা।
এছাড়াও সকলকে জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও অক্সিজেনের জন্য হটলাইন হিসেবে জয় আহমেদ ও ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক ডা: এ এইচ এম নাজমুল হক সাগর এর সাথে যোগাযোগ করতে অবহিত করা হয়।
দিনব্যাপী এ কর্মসুচি পালন করে নুরুল হক ফাউন্ডেশনের কর্মীরা।