fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে নিরীহ ট্রাক ড্রাইভারকে চড় থাপ্পড় মারলেন বিজিবি সদস্য(ভিডিওসহ)

                                           
প্রকাশ : সোমবার, ২১ জুন, ২০২১
মেহেরপুরে নিরীহ ট্রাক ড্রাইভারকে চড় থাপ্পড় মারলেন বিজিবি সদস্য(ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে এক নিরীহ ট্রাক ড্রাইভারকে জনসমক্ষে চড় থাপ্পড় মারলেন রফিক নামের এক বিজিবি সদস্য। ঘটনাটি ঘটেছে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া চোখ তোলার মধ্যবর্তী স্থানে। ট্রাক ড্রাইভার মেহেরপুরের বামনপাড়ার ফতের আলীর ছেলে মিঠন আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোড়পুকুরিয়া চোখতোলা মাঠের মধ্যে সড়ক সংস্কারের কাজ চলায় যান চলাচলে কিছুটা বিগ্ন হচ্ছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে রফিক নামের এক বিজিবি সদস্য একটা ড্রাইভারকে ট্রাক থেকে নামিয়ে এলোপাথাড়ি চড় থাপ্পড় মারতে থাকে। এ সময় উপস্থিত একজন মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় ওই বিজিবি সদস্য। এছাড়া অকথ্য ভাষায় গালাগালি করে এবং বারবার ক্ষমতার বড়াই প্রদর্শন করে। পরে উপস্থিত জনতার তোপে পড়ার আশঙ্কায় মোবাইল ফোনটি ফিরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। ট্রাকটি গাংনীর দিক থেকে আসছিল এবং দুজন বিজিবি সদস্য গাংনীর দিকে যাচ্ছিল। বিনা দোষে একজন ট্রাক ড্রাইভার জনসম্মুক্ষে মারধর করার বিষয়টি খুবই দুঃখ জনক।

ট্রাক ড্রাইভার মিঠন আলী জানান, রাস্তার কাজ চলায় সবারই চলাচলে ঝামেলা হচ্ছে। দুজন বিজিবি সদস্য মোটরসাইকেল যোগে বামন্দির দিক থেকে আসছিল। তাদের মোটরসাইকেলের সাথে আমার গাড়ির স্পর্শই হয়নি। আমার গাড়ি ক্রস করার পর ফিরে এসে গাড়ির গতি রোধ করে গালাগালি দিতে থাকে। পরে আমাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তাদের মধ্যে একজন এলোপাথাড়ি চড়থাপ্পর মারতে থাকে। এসময় সেখানে উপস্থিত লোকজন এগিয়ে আসলে তারা দুজন মটরসাইকেল নিয়ে দ্রুত চলে যায়।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, মিঠন ড্রাইভার আমাকে বিষয়টি জানিয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমাদের শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যদের সাথে আলাপ-আলোচনা করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মেহেরপুর জেলার বিভিন্ন ক্যাম্পে খোঁজ নিয়েও বিজিবির সদস্যর পরিচয় পাওয়া যায়নি। ক্যাম্পের দায়িত্বশীলরা জানান, এ নামের কোন বিজিবি সদস্যকে তারা চিনেন না।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন