নিজস্ব প্রতিবেদকঃ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কঠোর লকডাউনে দায়িত্ব পালনের লক্ষ্যে সেনাবাহিনীর একটি টিম মেহেরপুর এসে পৌঁছেছেন। দুপুর একটার দিকে যশোর সেনানিবাস ১৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিও লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যরা মেহেরপুরে এসে পৌঁছান।
জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরসহ জেলার ৩ উপজেলায় সেনাবাহিনী লকডাউন সফল করতে দুপুরের পর থেকেই মাঠে নামবেন বলে জানা গেছে।