মেহেরপুর সদর উপজেলার গোভিপুর- হরিরামপুর সড়কে ইট বোঝাই ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম ও আদরী নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে শরিফুল কে মেহেরপুর থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা হরিরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে এবং আদুরী ফতেপুর গ্রামের রবিদাসের স্ত্রী। জানা গেছে ঘটনার সময় আহত ২ জন ইজিবাইক যোগে বাড়ি আসার পথে গোভিপুর- হরিরামপুরের মাঝামাঝি স্থানে বিপরীতগামী একটি ইট বোঝায় ট্রাক্টর এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ওই দুই ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে শরিফুল কে রাজশাহী রেফার করা হয়।