fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে গাংনীতে ভয়াবহ অগ্নীকান্ডে ৫টি দোকান ভুষ্মিভুত; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

                                           
প্রকাশ : রবিবার, ৭ মার্চ, ২০২১
মেহেরপুরে গাংনীতে ভয়াবহ অগ্নীকান্ডে ৫টি দোকান ভুষ্মিভুত; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজেস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনী পৌর শহর বাসস্টান্ডে ৫টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, রোববার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সোহাগ বস্ত্রালয় নামের একটি লেপ তোশকের গুদামে আগুনের সুত্রপাত ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আকমল স্টোর, মনিরুল বস্ত্রালয় জিয়া বেডিং ও ঢাকা বেডিংসহ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গাংনী ও মেহেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপশি মেহেরপুর জেলা ছাত্রলীগ, গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এসময় আগুনের তাপে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক অসুস্থ হয়ে পড়লে, তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয়। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহননের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা । ততোক্ষণে পাচঁটি দোকানের মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আকমল স্টোরের মালিক আকমল হোসেন জানান, পাঁচটি দোকান মিলে অর্ধকোটি টাকার মালামাল পড়ে ভুষ্মিভুত হয়েছে। এতে কয়েকজন দোকান মালিক একেবারে পথে বসে গেছে।

অঅগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এখালেক,পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম, শাহনেওয়াজ । এসময় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সাথে কথা বলে সহযোগীতার আশ্বাসদেন।

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরিফুল হাসান ভুইয়া বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তার ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুন লাগার বিষয়ে তেমন কোন উৎস খুজে পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন