fbpx

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৬, মৃত্যু ২

                                           
তানভীর আহমেদ
প্রকাশ : শুক্রবার, ২৫ জুন, ২০২১

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় দুজনের মহিলার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেহেরপুরে বর্তমানে ৩৮৪ জন করোনা শনাক্ত রোগী রয়েছে। করোনায় মেহেরপুরে মারা গেছেন মোট ৩৯ জন। বর্তমান ৩৮৪ জন আক্রান্তদের এর মধ্যে সদর উপজেলার ১৫৫ জন, গাংনী উপজেলার ১৩৯ জন ও মুজিবনগর উপজেলার ৯০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনার নমুনা পরীক্ষার ফলাফল এসেছে যার মধ্যে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার ৬ জন। গাংনী উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া । ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুইজনই গাংনী উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ বলছে- শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতসহ লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই মেহেরপুরে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন