fbpx
সংবাদ শিরোনাম
জাহান্নাম মোংলা হবে বিশ্বমানের নিরাপদ ও আধুনিক সমুদ্রবন্দর: নৌপরিবহন উপদেষ্টা জমকালো আয়োজনে মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট মেহেরপুরের গাংনীতে সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া মুক্ত, ১২ জনের বিচার প্রক্রিয়া শুরু বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া- স্বরাষ্ট্র উপদেষ্টা 
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

মেহেরপুরে কাম ফর হিউম্যানিটি’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

                                           
পারভেজ হোসেন
প্রকাশের সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর জেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। রবিবার (১২ই সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলায় আর্ত মানবতার সেবায় নিয়জিত ৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে “সিএফএইচ সেরা সংগঠন এওয়ার্ড ২০২১” ও করোনাকালীন সময়ে মানুষের পাশে দাড়ানোর জন্য ২ টি টিমকে “সিএফএইচ করোনা যোদ্ধা এওয়ার্ড ২০২১” প্রদান করেছে কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)।

সংগঠনের অতিরিক্ত সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে ও নুমানুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অতিরিক্ত সমন্বয়ক রওফন আহমেদ, তেতুলবাড়িয়া ইউনিয়ন এম্বাসেডর সাব্বির আহমেদ পলক, সমন্বয়ক (সার্বিক)’র গর্ভধারিণী মোছাঃ শরিফা খাতুন।

এছাড়াও বক্তব্য রাখেন, সিএফএইচ করোনা যোদ্ধা এওয়ার্ড বিজয়ী মেহেরপুর জেলা ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিট’র আহবায়ক মুনতাসীর জামান মৃদুল, সেরা সংগঠন এওয়ার্ড বিজয়ী কিশোরের ডাক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, প্রজন্ম সংগঠনের সভাপতি জহরুল ইসলাম, হাসিমুখ সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ রাজ প্রমুখ। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সিএফএইচ এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলার তরুণ ও শিক্ষার্থীদের সমন্বয়ে ” এসো মোরা করি কাজ, মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ” স্লোগান নিয়ে ২০১৮ সালের ১২ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি। এছাড়াও তরুণ নেতৃত্ব ও নেটওয়ার্কিং তৈরীতে ভূমিকা রেখেছে সিএফএইচ। বর্তমানে করোনা পরিস্থিতিতেও থেমে নেই সংগঠনটি বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, সুচিকিৎসা নিশ্চিত, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহারসহ সচেতনমূলক কার্যক্রম চলমান।

২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিতে স্কুল, কলেজ, ইউনিয়ন, জেলা উপজেলা মিলিয়ে ১ হাজারেরও বেশি তরুণ-তরুণী অসহায় মানুষ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত রয়েছে। ভবিষ্যতে সংগঠনটি দেশজুড়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil