মেহেরপুরে কঠোর লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রসাশন
জাহিদ মাহমুদ
প্রকাশ :
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর জেলায় আশংকা জনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষার জন্য ২৪ জুন বৃহস্পতিবার থেকে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। গত মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভার্চুয়াল সভায় অংশ নেওয়া সকল সদস্যের মতামতের ভিত্তিতে লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খান। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশান লকডাউনের ঘোষণায় বলেন, জরুরী সেবা বাদে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিংমল, মার্কেটসহ সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে।
তবে পাখিভ্যান, ইজিবাইক, অটো, নছিমন, করিমন বন্ধ থাকার কথা থাকলেও সড়কে এধরনের যানবাহন রয়েছে চোখে পড়ার মত ।
সকল প্রকার সভা সমাবেশ, বিয়ে, জন্মদিন, সুন্নতে খাতনা ও রাজনৈতিক ও ধর্মীয় সভা সমাবেশ,সকল প্রকার পার্ক ও বিনোদন কেন্দ্র, প্রাইভেট ও কোচিং বন্ধ থাকবে এই লকডাউন।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে লকডাউনের প্রথম দিনে মেহেরপুর জেলা পুলিশ, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ কঠোর অবস্থানে রয়েছে।
গত ২৩ জুন পর্যন্ত বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজিটিভ রুগীর সংখ্যা ৩৫৫ জন এবং মৃতের সংখ্যা ৩৯ জন।