নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে ঐতিহ্যবাহী রাজনৈনিক সংগঠন, আন্দোলন, সংগ্রামে সফলতার গেীরবের ইতিহাস গড়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর ২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বাসভবনের সম্মুখে করোনা পরিস্থিতিতে কারনে স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মোজাম্মেল হক, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ওবাইদুর রহমান কমল, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামন আতু, যুবলীগ নেতা আল ফারুক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, এমপি মহোদয়ের সহকারী মোখতারুল ইসলাম,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনূল ইসলাম সেন্টু, ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম, ডালিম রানা, ফয়সাল জামান শিশির, ইউসুফ আলী, টোকন রানা ও আশিকুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আন্দোলন সংগ্রামে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।