গভীরের চিন্তাগুলো প্রকাশ হয় লেখার মাঝে সুতরাং গভীর যদি সমৃদ্ধ না হয় সত্যিই গভীরতা না থাকে তাহলে যা হবার তাই হবে! মেহেরপুরের সাহিত্যিক মোঃ নুর হোসেন শব্দ ও ছন্দের সাথে বসবাস করে আসছেন প্রায় অর্ধশত বছর। ভাবনা গুলোকে কথা বলাতে তিনি সাহিত্যচর্চা করে থাকেন বলেই বিভিন্ন ধরনের অসংখ্য বই নিয়মিত পড়ে থাকেন। মোঃ নুর হোসেন সেই স্কুল বেলা থেকে ১৯৭৩ সালে শুরু করেন লেখালেখি, যা আজ ও সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যেই ২০০৯ সালে কাব্যগ্রন্থ “নিঝুম রাতের মেয়ে” প্রকাশ করেছেন একুশের বইমেলাতে। এছাড়াও শৈশব, স্রোত, বাংলাদেশ সাহিত্য পরিষদ এমনই সব সাহিত্য পত্রে অবিরাম লিখে চলেছেন। অন্যদিকে ফেসবুকে বিভিন্ন সাহিত্য গ্রুপে লিখে তিনি দারুন ভাবে প্রশংসিত হয়ে থাকেন দেশ-বিদেশের সাহিত্য সৃষ্টিকারী ও সাহিত্য প্রেমীদের কাছে। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেন পাশাপাশি সাহিত্য সেটা চরমভাবে দায়িত্বের সাথে লিখে থাকেন। কবি মোঃ নূর হোসেন বাংলাদেশ কবি ও সাহিত্য পরিষদের এডমিন এবং গোল্ডেন সাহিত্য পরিষদের মডারেটর হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন বেশ কয়েক বছর। এই সভ্য প্রিয় কবি একাধিক পুরস্কার পেয়েছেন জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার ক্রেস্ট ও কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ক্রেস্ট ইত্যাদি। তিনি বাংলাদেশ কবি সংসদ এর মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। সাহিত্যিক মোঃ নুর হোসেন বাংলাদেশ কবি সংসদের আজীবন সদস্য, তিনি একজন রুচিশীল সাহিত্যিক হিসেবে মেহেরপুর ছাড়াও দেশের সাহিত্য গ্রুপ গুলোতে নিয়মিত লিখে প্রশংসিত হয়ে থাকেন বলে জানা গেছে। তিনি প্রায় হাজার খানেক সাহিত্যকর্ম যেমন কবিতা ইসলামী গান ছড়া আধুনিক গান আধ্যাত্মিক গান ছাড়াও ভাটিয়ালি পল্লীগীতি লিখে চলেছেন।