করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনমূলক কর্মসূচি করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ।
মেহেরপুরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহষ্পতিবার (২৪ জুন) সকাল ৬ থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি কাজ করছে রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিত্বগণ । বসে নেই ছাত্রলীগের নেতাকর্মীরাও। প্রশাসনের সাথে তালমিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে গাংনী উপজেলা ছাত্রলীগ এমনটাই জানিয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক।
শনিবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে মেহেরপুরের গাংনী শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়। মাস্ক বিতরণ শেষে সচেতনতা সৃষ্টি মাস্ক পরতে উদ্বুদ্ধকরণে মাঠে ছিলেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাজাহান আলি, ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক খান, ছাত্রলীগ কর্মী সাকিব, মোঃ সৌরভ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ইমন, বাধন, মুন্না, রিদয়, রিমন, ফারদিন, মারুফ প্রমুখ