মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবিব (২৫) নামের এক জনের নিহতের ঘটনা ঘটেছে। সেই সাথে উজ্জল হোসেন (২৬) নামের আরো একজন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহসান হাবীব উপজেলার সাহারবাটি গ্রামের মালিথা পাড়ার ফেরদৌস হোসেনের ছেলে। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। সাহারবাটি ক্লাব বাজারে তার একটি ইলেকট্রিকের দোকান রয়েছে। আহত উজ্জল হোসেন একই এলাকার মমতাজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান হাবীব গাংনী থেকে মেহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-১৫৬৩) গাংনীর উদ্দেশ্যে যাচ্ছিল। তারা উভয়ে উপজেলার পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহসান হাবিব ও উজ্জল হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহসান হাবীবকে মৃত ঘোষণা করেন এবং উজ্জ্বলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।