মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে ৪টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা,ধান-চাউলসহ আনুমানিক ৮লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কাজীপুর গ্রামের গােলাম বাজার এলাকার মৃত ফয়েজ উদ্দীনের দু’ছেলে আবেদ আলী ও জমশেদ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা। আবেদ আলীর মেজাে ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওমেদ আলী জানান,আমার ভাই আবেদ আলীর ঘরের বিদ্যুত লাইনে শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। ওই আগুন পুরাে ঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তিতে আগুন মেজাে ভাই জমশেদ আলীর ঘরে লাগে। এসময় দু’পরিবারের ঘরের সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
আগুনে পুড়ে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের দু’টিদল ঘটনাস্থলে পৌঁছানাের আগে ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় শিক্ষক ও সমাজ সেবক আব্দুল হাদী জানান,আবেদ আলী ও জমশেদ আলীর বাড়ির আগুনের ফুলকি ছড়িয়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও আব্দুস সালামের ঘরের কিছু অংশ আগুন লাগলে, বামন্দী ফায়ার সার্ভিসদল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।