স্টাফ রিপোর্টারঃ মেহেরপুরের গাংনীতে স্ত্রীর ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়লেন ভগ্নিপতি রাহেদুল ইসলাম (২০)। এসময় বামন্দী ক্যাম্পের এসঅাই আবুল খায়ের, এএসঅাই ইলিয়াস ও এএসঅাই শরিফুল ইসলাম
বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- গাংনীর মুন্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (২০) ও তার সহযোগী মুস্তাকিন ওরফে জয় (১৮)। জয় একই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে।বামন্দী ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, দেবীপুর খোরশেদ আলীর ছোট বোনের সঙ্গে মুন্দা গ্রামের রাহেদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নির্যাতন করেতেন স্বামী রাহেদুল।