নিজেস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সজীব ওয়াজেদ জয় পরিষদ গাংনী উপজেলা শাখা।
রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা শহীদ মিনারে সজীব ওয়াজেদ জয় পরিষদ গাংনী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ টোকন ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান সবুজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।
এ সময় সজীব ওয়াজেদ জয় পরিষদ গাংনী উপজেলা শাখার সহ-সভাপতি সবুজ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।