মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি উত্তোলনকারীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূল অপরাধীরা। সোমবার দুপুরে এ জরিমানা করা হয়।
গাংনী উপজেলার হিন্দা বিল পাড়ার কাজলা নদীর পাশে অবৈধভাবে মাটি উত্তোলন করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী। এ সময় মাটি উত্তোলনকারী ভেকুর চালক সাইফুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থানা আইন ২০১০ এর ৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাইফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার নিকোশিন্দাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে এখানে ভাড়াতে মাটি উত্তোলন করতে এসেছিল। তবে যারা তাকে ভাড়া করে এনেছে অজ্ঞাত কারনে তারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাংনী উপজেলা নির্বাহি কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা যাকে স্পটে পেয়েছি তাকেই জরিমানার আওতায় এনেছি। আপনারা যদি এ নিয়ে প্রশ্ন তোলেন তাহলে যতটুকো করছি সেটাও আর করব না।