নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে বিষপানে বিথী খাতুন(২০) নামের নববধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।
নিহত বিথী খাতুন উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের ঘাটপড়ার হাসিবুল ইসলাম এর স্ত্রী ও উপজেলা আকুবপুর গ্রামের মাঠপাড়ার সিদ্দিকুর রহমানের মেয়ে।
নিহত চাচাতো ভাই শফিউল ইসলাম জানান, বিথী শাশুড়ির সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী সোনারবাংলা ক্লিনিকে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে,হাসপাতালে পৌঁছানোর আগেই সকাল সাড়ে ৯টার দিকে রাস্তায় তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।