fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ

                                           
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বিগত ১৬ বছর অবৈধ সরকারের বিভিন্ন সময় ভাঙচুর লুটপাট ও মামলা হামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও শেখ হাসিনার দেশত্যাগের উল্লাসে বিজয় সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বর থেকে একটি বিশাল বিজয় মিছিল বের করে উপজেলা বিএনপি।

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে যারা আহত হয়েছে, এখনো যারা হাসপাতালে রয়েছে তাদের সুস্থতা কামনা করেন। যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাধারণ মানুষ, ছাত্র-আন্দোলনে গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি দাবি করেন।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানানো হয়।

এছাড়া জেলা ও উপজেলার নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা গ্রেফতার হয়েছেন এবং যত মামলা হয়েছে তা প্রত্যাহার করে সকলের মুক্তির দাবিও জানান তারা।

শেখ হাসিনা সরকারের আমলে বিনাভোটে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সম্পদ লুট করেছেন অবিলম্বে তাদেও গ্রেফতারের দাবি জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: কাউসার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল, মহিলা দলের নেতী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাবর্গরা।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন