মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ০৭বোতল ফেনসিডিলসহ জিয়ারুল ইসলাম(২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করে। আটককৃত জিয়ারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার ভবানীপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)মোঃ হাবিবুর রহমান, এএসআই আহসান হাবিব ও এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৭ বোতল ফেনসিডিলসহ জিনারুল ইসলামকে আটক করে। আটককৃত জিনারুল ইসলামের নামে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।