নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে রাফিউল(০৪) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফিউল উপজেলার হিজলবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার আকাশ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু রাফিউল তার মায়ের সাথে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি পর তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, পানিতে ডুবে একটি শিশু মারা গেছে এমন ঘটনা শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।