fbpx
সংবাদ শিরোনাম
ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া মুক্ত, ১২ জনের বিচার প্রক্রিয়া শুরু বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া- স্বরাষ্ট্র উপদেষ্টা  নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের নতুন কার্যনির্বাহী কমিটি মৌমি! মানুষকে হাসিয়ে রাখা যার কাজ সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

মেহেরপুরের গাংনীতে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

                                           
মামুন অর রশিদ বিজন
প্রকাশের সময় বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
মেহেরপুরের গাংনীতে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

মেহেরপুরের গাংনীতে সকল ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তিভিত্তিক কেন্দ্র ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ (UDC) গুলোর বিরুদ্ধে ধীরগতির সেবা, রশিদ ছাড়া লেনদেন, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করছে জনগণ।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি-বেসরকারি তথ্য ও সেবা পৌঁছে দিতে ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘জনগণের দোড়গোড়ায় সেবা’ (Service at Doorsteps), স্লোগানকে সামনে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে চালু করা হয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)।

ইউডিসি থেকে গ্রামীণ জনগোষ্ঠী সহজে ও কম খরচে প্রায় ৬০ ধরনের সরকারি-বেসরকারি সেবা পাচ্ছে সাধারণ জনগণ।

সেবার জন্য গ্রহণযোগ্য হারে সরকার নির্ধারিত ফি রয়েছে, যা থেকে উদ্যোক্তারা মাসে গড়ে ৪০-৫০ হাজার টাকা উপার্জনেরও সুযোগ পাচ্ছে।

তারপরও বিভিন্ন অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো।

১৮ ডিসেম্বর ২০১৭ সালের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত ফি

জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বিনা মূল্যে

পাঁচ বছরের মধ্যে ২৫ টাকা

পাঁচ বছর পর থেকে ৫০ টাকা

জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা

সেবা গ্রহিতাদের অভিযোগ, নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে ।

ভুক্তভোগীরা বলেন, সরকার নির্ধারিত ফি বাদেও অতিরিক্ত ২০০/২৫০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।

জরুরী প্রয়োজনে জন্ম সনদ উত্তোলন ও সংশোধন করতে গেলে মাত্রাতিরিক্ত অর্থ দাবী করছে ইউডিসি।

এছাড়াও তারা আরো অভিযোগ করেন, ধীরগতির সেবা, অতিরিক্ত ফি আদায় ও কাজ শেষে লেনদেন রশিদ ও দেওয়া হচ্ছে না।

এনিয়ে জানতে চাইলে কয়েকজন ইউপি চেয়ারম্যান দৈনিক দেশান্তরকে বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে আমরা কাজটা করার চেষ্টা করছি।

ফি বেশি নেওয়া হচ্ছে অভিযোগের জবাবে, ৮ং ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ অতিরিক্ত ফি নিচ্ছে না।

ইউডিসি উদ্দোক্তাদের বেতন ভাতা না থাকায় তারা বাড়তি অর্থ আদায়ে লিপ্ত হয়ে পারে। বিষয়টি আমি পর্যবেক্ষণ করি এবং অনৈতিক কার্যকালাপের বিষয়ে পদক্ষেপ নিব।

মুঠোফোনে দৈনিক দেশান্তরকে জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, সরকার নির্ধারিত ফি বাদে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, উপজেলা প্রশাসন থেকে ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকার নির্ধারিত ফি গ্রহণ করার জন্য।

তারপরও যদি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে থাকে তাহলে আইনত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি ।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil