বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ ই মার্চ আনন্দ উদযাপন সভা করেছে গাংনী থানা পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে থানা চত্বরে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম ফয়সাল। সভায় বক্তব্য রাখেন, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, গার্মি প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল,
উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। এ সময় আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহনসহ সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে ৭৪, মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর উদ্যোগে একটির্্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যার পরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।