মেহেরপুরের আমদাহ ইউনিয়নে অসহায় ও দুস্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।রবিবার বিকেলে জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি শাহ দারা খান।
এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুস্তম আলী, উপ দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রওশন আলী টোকন, আমদাহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস প্রমুখ।