চাই না আমি সে অন্ন,
যা গ্রাস করে সেই
মমতাময় মাতার দুই চক্ষু।
চাই না সে বসন,
যা বাড়িয়ে দেয় তার অতিচিন্তা।
চাই না ঔ ভালোবাসা বিনিময়ে হয় যা লেনদেন
থাক তব দূরে এ ব্যাকুলতা।
চাই না সে সব,
যা ব্যথা ছাড়া কিছুই দেয় না।
আমি কংক্রিটের রাস্তায় একা হেঁটে চলি,
আমি দীর্ঘ বর্ষণে নিজেকে মুক্ত করি,
নিজেকে শুদ্ধ করি, নিজেকে দৃঢ় করি,
আমি সমানুপাতিক ধারা বর্জন করি।
আমার চাওয়া না চাওয়া,পাওয়া না পাওয়া পুরোটা আমার হোক।
আমি চাই না কাওকে আমার জন্য দায়গ্রস্ত করতে।
চাই হৃদপিণ্ড জুড়ে বিশুদ্ধ বাতাস নিয়ে নিঃশ্বাস ফেলতে। চাই চলার পথে আত্মগ্লানির বোঝা মুছে ফেলতে।