সাবেক পর্ণ স্টার মিয়া খলিফা। বিভিন্ন কারণে আলোচনায় থাকেন তিনি। সবশেষ করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় চশমা নিলামে তুলে আলোচনায় এসেছিলেন মিয়া খলিফা(ই।
এবার ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন এক সময়ের নীল ছবির দুনিয়ার এই জনপ্রিয় মুখ। কৃষক আন্দোলনকে সমর্থন করে পরপর দুইবার টুইট করেন মিয়া খলিফা।
যেখানে কৃষক আন্দোলনকে বন্ধ করার জন্য নয়া দিল্লির আশপাশের অঞ্চলে কেন ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে প্রশ্ন তোলেন মিয়া। পাশাপাশি যারা আন্দোলন করছেন, তারা নিশ্চয়ই কেউ অর্থের বিনিময়ে অভিনয় করছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফলে এই আন্দোলনে তিনি সব সময় কৃষকদের পাশে রয়েছেন বলেও টুইট করেন।
এর আগে কৃষক আন্দোলনের বিরুদ্ধে কঙ্গনা যখন ফুঁসে ওঠেন, সেই সময় রিহানা এবং গ্রেটাকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ান রিচা চাড্ডা। কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোয় গ্রেটাদের ধন্যবাদ জানান রিচা থেকে শুরু করে দিলজিৎ দোসাঞ্জ, শিবানী দান্ডেকররা।
কৃষক আন্দোলন নিয়ে তারকাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। অনেক তারকাই চুপ থাকার কারণে জনতার রোষানলে পড়েছেন। তবে দূরের মানুষ হয়েও কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন মিয়া খলিফা।