মা
প্রবীর গাইণ (রাজ)
প্রথম কথা শিখেছি-
মা বলে ডেকেছি ।
মায়ের হাতে হাতটি রেখে,
পৃথিবীটা চিনেছে ।
প্রথম ঘুম ঘুমিয়েছি-
মায়ের কোলে ঘুমিয়েছি ।
ঈশ্বরের কাছে কামনা করি ,
শেষ ঘুম ও যেনো….
মায়ের কোলে ঘুমাতে পারি ।
আমার মুখের প্রথম ভাষা,
সেটা তো ভাই মাতৃভাষা ।
আমার জীবনের প্রথম ভালোবাসা,
সেটা তো ভাই মায়ের ভালোবাসা ।
আমার জীবনের….
সব প্রথম এর প্রথম,
মা তোরে ভাই সর্বপ্রথম ।