মাভাবিপ্রবি প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে ৭৭ কোটি ০৫ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হয়েছে।
বিগত ২০২০-২০২১ অর্থবছরে মাভাবিপ্রবির বাজেট ছিল ৭০ কোটি ৫১ লক্ষ টাকা। গতবছরের তুলনায় এ বছর বাজেট বৃদ্ধি পেয়েছে ৮.৫৩% অর্থাৎ ৬ কোটি ৫৪ লক্ষ টাকা বেশি।
এবার বাজেটের আকার বেড়েছে এবং বরাদ্দও সবচেয়ে বেড়েছে গবেষণা খাতে। গত বছর গবেষণা খাতে বরাদ্দ ছিলো মোট ৮০ লক্ষ টাকা, যা এবারের অর্থ বছরে ১০ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৯০ লক্ষ টাকা।
বাজেটে ৬৮ কোটি ০৫ লাখ টাকা দিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র হতে আয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।
বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন ও ভাতা হিসাবে যা ৫১ কোটি ৩৪ লক্ষ টাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পন্য ও সেবা খাতে সহায়তা বাবদ ও যন্ত্রপাতি অনুদান খাতে বরাদ্দ যথাক্রমে ১৭ কোটি ৩৯ লাখ টাকা এবং ২ কোটি ১১ লাখ টাকা।
গতকাল (বুধবার) বিকালে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এই বাজেট অনুমোদিত হয়।
অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন হিসাব বিভাগের পরিচালক এ. কে. এস. এম তোফাজ্জল হক।