fbpx
সংবাদ শিরোনাম
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এর যোগদান

                                           
মাভাবিপ্রবি প্রতিবেদক
প্রকাশের সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে ০৪ (চার) বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। তিনি ২১ সেপ্টেম্বর উক্ত পদে যোগদান করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দকে ফুলেল শুভেচ্ছা জানায়।

যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ক্যাম্পাসস্থ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এরপর প্রত্যেক অনুষদের ডিন ও শিক্ষকদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ঢাকা বিশ^বিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল খালেক আখন্দ।

অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সনে এসএসসি ও নটরডেম কলেজ থেকে ১৯৮২ সনে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে ১৯৮৬ সনে ‘ডিনস অনার্স লিস্ট সার্টিফিকেট’সহ ১ম শ্রেণীতে বিএসসি (অনার্স) ও ১৯৮৭ সনে ১ম শ্রেণীতে এমএসসি ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৯৩ সনে জাপান সরকার প্রদত্ত মনবুশো স্কলারশিপ নিয়ে জাপানে গমন করেন এবং ১৯৯৮ সনে নাগোয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ এপ্রিল ১৯৯৮ সন হতে ডিসেম্বর ২০০০ সন পর্যন্ত জাপানের নাগোয়া বিশ^বিদ্যালয়ে ইমিউনোলজি বিভাগের রিসার্স রেসিডেন্ট ও ডিসেম্বর ২০০০ সন হতে জুন ২০০২ সন পর্যন্ত সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি জুলাই ২০০২ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি এপ্রিল ২০০৫ সনে সহযোগী অধ্যাপক ও এপ্রিল ২০১১ সনে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি আগস্ট ২০০৫ সন হতে আগস্ট ২০০৮ পর্যন্ত একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তাঁর গবেষণার মূল বিষয় ছিল “সেলুলার সিগন্যালিং-এ বিভিন্ন রাসায়নিক/ঔষধ/মাইটোজেন/উদ্ভিদ নির্যাসের প্রভাব।” দেশী-বিদেশী বিভিন্ন জার্নাল ও পত্র পত্রিকায় তাঁর ৯৩ টি গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে। যার স্কোপাস ইমপ্যাক্ট ফ্যাক্টর ৬২০.৮ ও আইএসআই ইমপ্যাক্ট ফ্যাক্টর ৪১৫.২২ এবং সাইটেশন ৪১৫৪।

তিনি ২০০৪ সনে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদক পুরস্কার, ২০০৬ সনে থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স পুরস্কার লাভ করেন। ২০২৩ সনে তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স এর ফেলো নির্বাচিত হন। তিনি দেশী-বিদেশী জাতীয় ও আর্ন্তজাতিক সেমিনার এবং কনফারেন্সে চেয়ার/কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পূর্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, পূর্বের ভাইস-চ্যান্সেলর পদত্যাগের পর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil