fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি মিরাজুর, সাধারণ সম্পাদক অমিত 

                                           
শুভ দে
প্রকাশ : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মাভাবিপ্রবি প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি মিরাজুর রহমান, সাধারণ সম্পাদক অমিত সরকার নির্বাচিত হয়েছে।

২য় কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ২৭ জুন রাত ১০.০০ ঘটিকা য় এক অনলাইন মিটিং এর মাধ্যমে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার, প্রার্থী এবং ভোটারদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শাফায়েত আরেফিন শশি। নির্বাচিত প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু জামির আলো, মোহাম্মদ সোহরাব হোসাইন, মো. দেলুয়ার হোসেন, সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জহির রাইহান, সহ-সম্পাদক হয়েছেন ফাহাদ ইন্তেখাব, সাংগাঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফুর রহমান রাকেশ । এছাড়াও প্রতিটি স্বতন্ত্র পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, টিই অ্যালুমনি অ্যাসোসিয়েশন-এ ১০টি কার্যনির্বাহী সদস্যসহ মোট ৩৫টি পদের মধ্যে ৩৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।শুধুমাত্র সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট যোগ্য ভোটার ছিলেন ৭২ জন কিন্তু ভোট দিয়েছেন ৬৮ জন। কোন ভোট নষ্ট হয়নি। অমিত সরকার পেয়েছে ৬০টি ভোট অন্যদিকে মো. মহসিন আলম পেয়েছে ৮টি ভোট ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন