fbpx
সংবাদ শিরোনাম
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত 

                                           
মাভাবিপ্রবি প্রতিবেদক
প্রকাশের সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার (২৫ শে সেপ্টেম্বর)  বিশ্ব ফার্মাসিস্ট দিবস নানা উৎসাহ-উদ্দীপনায়  পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মাভাবিপ্রবির ফার্মেসী বিভাগ সকাল ১০ ঘটিকায় একটি মনোমুগ্দ্ধকর র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফার্মেসী বিভাগে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, ফার্মেসী বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান মোগল, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন, টাঙ্গাইল জেলা সিআইডি এর এসএসপি মোঃ বেলায়েত হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন মোঃ মিনহাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রবন্ধপাঠ করেন উক্ত বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী।

অনুষ্ঠানের উদ্ধোধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ফার্মেসী এমন একটি সাবজেক্ট যেখানে বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের স্বাস্থ্যসেবার সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। এরা ওষুধ উদ্ভাবন, মানসম্পন্ন ওষুধ তৈরী নিশ্চিত করে। ফার্মসিস্টরা মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন। আমি বিশ্ব ফার্মাসিস্ট দিবস আয়োজনের সাফল্য কামনা করছি।

র‍্যালি শেষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এরপর একাডেমিক ভবন-৩ এর কনফারেন্স রুমে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানও করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানগুলোতে ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil