fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

মহাকাব্যিক সাড়ে পাঁচ ঘন্টার লড়ায়ে চ্যাম্পিয়ন নাদাল

                                           
মোঃ মুরাদুজ্জামান
প্রকাশ : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

স্পোর্টস ডেস্কঃ হলুদ র‍্যাকেটটা পড়ে থাকল কোর্টের এক পাশে। প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভকে এমন দুর্দান্ত এক ম্যাচ উপহার দেয়ার জন্য উঠে আলিঙ্গন করলেন ‘স্প্যানিশ বুল’। মাথার ব্যান্ডটা খুলে আবেগে মুখটা রাখলেন ঢেকে, চোখ থেকে কি দু এক ফোঁটা পানি হয়তো পড়ল গড়িয়ে। নাদাল মাটিতে পড়ে থাকলেন খানিকটা সময়। আকাশের দিকে তাকিয়ে হয়তো ধন্যবাদ জানালেন ইশ্বরকে । পকেটে থেকে বলটাকে বের করে লাথি মেরে পাঠিয়ে দিলেন উল্লাসিত দর্শকদের নিকট। গ্যালারি কিংবা মাঠ , উপস্থিত সকলের উদযাপনকে ছাপিয়ে গেলো নাদালের চিল্লায়ে ওঠা। সর্বসেরা হয়ে যাওয়ার পর উদযাপন এমনই হ‌ওয়া উচিত কিংবা এমন‌ই হয় ।

কেটেছে সাড়ে পাঁচ ঘণ্টা। শেষ পর্যন্ত দীর্ঘ এ লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর, অবিশ্বাস্য এক লড়াইয়ের সাক্ষী হলো টেনিস বিশ্ব।

দানিল মেদভেদেভের প্রবল চাপ সামলে আগ্রাসী হয়ে উঠলেন রাফায়েল নাদাল। প্রথম দুই সেটে হারের পর মেলে ধরলেন অভিজ্ঞতার সব রসদ। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরতে পরতে ছড়াল উত্তেজনা। রুশ তারকার ‘প্রথমের’ স্বপ্ন গুঁড়িয়ে নতুন ইতিহাস লিখলেন নাদাল।

চোটের থাবায় মাস তিনেক আগেও ক্যারিয়ার শেষের শঙ্কা জেগেছিল নাদালের মনে। সেই তিনিই মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নিজেকে মেলে ধরলেন আপন মহিমায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়ে উঠলেন আরও বিধ্বংসী। শারীরিক-মানসিক সব বাধা টপকে ফেটে পড়লেন উল্লাসে, আরও একবার পরলেন অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট।

পাঁচ ঘণ্টার বেশি স্থায়ী মহাকাব্যিক লড়াইটি ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে ২১তম মেজরের ট্রফি উঁচিয়ে ধরলেন ৩৫ বছর বয়সী নাদাল। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের করে নিলেন স্প্যানিশ তারকা।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন