fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

মরণফাঁদ জেনেও চলতে হচ্ছে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে 

                                           
মোঃ মুরাদুজ্জামান
প্রকাশ : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট-আগ্রাদ্বিগুণ গুরুত্বপূর্ণ এই সড়কের বীরগ্রাম বড় মোল্লাপাড়া মৌজার খালের উপরে অবস্থিত বেশ পুরোনো সেতুটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এরই মধ্যে সেতুর কয়েকটি স্থানে বড় বড় ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ পথ জেনেও প্রতিনিয়ত এ সেতু দিয়ে চলাচল করছে শত শত যানবাহন। দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোন

ধরনের বড় দূর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা।

জানা যায়, ৩৫ বছর আগে ধামইরহাট-আগ্রাদ্বিগুণ সড়কের আলমপুর

ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামের টুটিকাটা খালের উপরে

নির্মাণ করা হয় এই সেতু। বর্তমানে সেতুটির ঢালাই উঠে গিয়ে বড় গর্তের আকার ধারণ করেছে। সেতুর এক পাশে বড় গর্ত হওয়ায় অন্যপাশ দিয়ে কোন রকমে যানবাহন চলাচল করছে । দিনদিন সেতুটির ভাঙন বৃদ্ধি পাচ্ছে, তৈরি হচ্ছে নতুন নতুন গর্ত

এমনকি সেতুর একপাশের রেলিংও ভাঙতে শুরু করেছে। পুরো সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময়ে সেতুটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে । সুবিধা মতো বিকল্প পথ না থাকায় প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে এলাকাবাসী ।

এদিকে গুরুত্বপূর্ণ সেতুটির উপর দিয়ে উপজেলার আলমপুর, খেলনা,আগ্রাদ্বিগুণ সহ পার্শ্ববর্তী সাপাহার, পোরশা উপজেলা ও চাপাইনবাবগঞ্জ

জেলার মানুষ ধামইরহাট, জয়পুরহাট, বগুড়াসহ উত্তরাঞ্চল দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। অন্যদিকে এ রাস্তা দিয়ে হাজার হাজার টন ধান,আম,শাক-সবজি যানবাহনে করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে । মাটি ও

বালু বোঝাই অতিরিক্ত ওজনের ট্রাক্টরের ঘাতব চাকায় ও যান চলাচলের অন্যতম ব্যস্ত রাস্তা হওয়ায় দিনদিন সেতুটি ভাঙ্গনের পথে বসেছে এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের। আগামী বর্ষা মৌসুমের আগে সেতুটি সংস্কার না করা হলে চরম

বিপাকে পড়তে হবে ওই এলাকার মানুষদের। সব দিক বিবেচনা করে জনদূর্ভোগ কাটিয়ে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন জানান, দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে সেখান কার মাটি পরিক্ষা করণ শেষে নতুন ভাবে সেতু নির্মাণ এর কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন