fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

মগবাজারের ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ

                                           
এইচ এম জহিরুল ইসলাম মারুফ
প্রকাশ : সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট সেখানে পৌছায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহতসহ আহত হয়েছেন শিশুসহ প্রায় অর্ধশতাধিক।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন কাজ করছে।

আশে পাশের উপস্থিত লোকজন বলেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি থেকে হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।মগবাজারের ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ

রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত অন্তত ৫০ জনের বেশি মানুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বড় মগবাজারে একটি ভবনে বিকট শব্দে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে খবর পান। এরপর ঘটনাস্থলে ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, যদিও তারা এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত হতে পারেন নি। তবে বিস্ফোরণটি বড় ধরনের বলে মনে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে উঠে। জানালার কাঁচ ভেঙে বৃষ্টির মতো নিচে পড়ছিল। এতে পথচারীরা আহত হন। এবং দুটি রাস্তা থেকে চলন্ত দুটি বাসের যাত্রীরাও এতে ব্যাপকভাবে আহত হন। কেউ কেউ বলছিলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার বা ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন