ভুল করেও ভুলা যায় না
ভুল করেও ভুলতে পারিনা তাকে
তাইতো হৃদয়টা তার জন্য কাদে।
মনে মনে ভাবি সে হয়তো
আসবে আবার ফিরে ,
তাইতো মনে আবার স্বপ্ন
দেখতে ইচ্ছে করে।
তাহার কথা মনে করে
অপেক্ষায় থাকি দিনভর,
কখন যেন আসে তাহার
ফোন কল।
হারিয়ে গিয়ে রেখে গেল
মনে অনেক স্মৃতি,
কখনও কি হয়না মনে মেসেজ
করে দুজনে কাটিয়েছি রাত্রী।
তবুও বলি যেথায় থাকো
ভাল থেকো, করি এই কামনা।
আমি ভাল আছি বেশ
মনে নিয়ে অনেক বেদনা।
লেখকঃ গোলাম ছরওয়ার মারজান