ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাটের দাদা মোড় নামক স্থানে মঙ্গলবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান বিপ্লব(২৯) ঘটনাস্থলে নিহত হয়।
উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারীর পাঁচমাথা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের ছেলে বিপ্লব ভূরুঙ্গামারী বিআরডিবি অফিসের সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা বিপ্লবের ছোট ভাই মেহেদি হাসান গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কচাকাটা থানার ওসি মাহাবুব আলম জানান, পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।