অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে খুলনার সুনামধন্য ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে খুলনা হাদিস পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ এস এম মাহফুজুল হক, উপাধ্যক্ষ শেখ রবি, অত্র প্রতিষ্ঠানের রেজিস্ট্রারার শাহেদুল ইসলাম, ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর প্রসেনজিৎ রয়, মেরিন বিভাগের চীফ ইন্সট্রাক্টর নাজমুল হুদা রাজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ