ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস,
যেখানে নেই বিশ্বাস
সেখানে ভালোবাসা প্রাণ খুলে
নিতে পারে না নিঃশ্বাস।
বিশ্বাস গুলো যখন ঝরাপাতার মতো নিঃস্ব রিক্ত হয়ে ঝরে যায়,
ভালোবাসা নামের বৃক্ষ তখন
নিষ্প্রাণ হয়ে যায়।
ফাগুনের আগমনে নতুন পাতার জাগরণে নতুন করে বিশ্বাস যদি জাগে মনে,
অবিশ্বাস উঠবে না জেগে অকারণে।
কষ্ট গুলো নষ্ট হয়ে
তিক্ততা যাবে ক্ষয়ে
ভালোবাসা আসবে ফিরে বিশ্বাস হয়ে।
বিশ্বাস হলো ভালোবাসার প্রতিশব্দ
বিশ্বাস নিয়ে ভালোবাসা প্রতিজ্ঞাবদ্ধ।