পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় মাথাবিহীন নবজাতক প্রসব হওয়ার খবর পাওয়া গেছে। ওই মৃত্যু নবজাতকের বাবার নাম রাজু মোল্লা। তার গ্রামের বাড়ী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুরা ইউনিয়নে।
মৃত্যু নবজাতকের মা হাওয়া বেগম জানান, এই নবজাতক তার দ্বিতীয় সন্তান। প্রচন্ড প্রসব বেদনা নিয়ে বরিশাল ইসলামিয়া ক্লিনিকে ডা: ফরিদা বেগমের কাছে গেলে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর সন্তানের খারাপ অবস্থা জেনে আমারা চলে আসি এবং ভান্ডারিয়া লাইফ কেয়ার হাসপাতালে গত ১ ফেব্রয়ারী ভর্তি হয়ে সিজারিয়ান অপারেশন করলে মাথাবিহীন মৃত্যু নবজাতক জন্ম হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক রেসিডেন্ট সার্জন ডা: কামরুজ্জামান ওই রোগীর অপারেশন করেন বলে লাইফ কেয়ার হসপিটালের মালিক প্রিন্স মৃধা জানিয়ে বলেন, মৃত্যু নবজাতকের মা এখন সুস্থ্য রয়েছে।