পবিত্র কুমার মাহাতো, ভাটারপাড়া প্রতিনিধি:

৮নং দেশীগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক’কে সংবর্ধনা প্রদান করলো ভাটারপাড়া গ্রামবাসী৷
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে এই প্রথমবারের মতো জ্ঞানেন্দ্রনাথ বসাক চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
গত ৫ই জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে জ্ঞানেন্দ্রনাথ বসাক আনারস মার্কা নিয়ে ৮,১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কুদ্দুস সরকার নৌকা প্রতীক নিয়ে ৪,০৮৯ ভোট পেয়েছেন
উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত মহিলা মেম্বার মোছাঃ ছানোয়ারা বেগম। এছাড়া উক্ত ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার শ্রী সুশীল চন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেন ,এই গ্রামের বিশিষ্ট সমাজসেবক ক্ষুদিরাম মাহাতো।
এবিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, ” ভাটারপাড়া গ্রামবাসীর আতিথেয়তা,সংবর্ধনা,ক্রেষ্ট বিতরণ আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। গ্রামবাসী আমাকে এতো আপন করে নিয়েছে, এটা সত্যিই অভাবনীয়। আমাকে বিপুল পরিমান ভোট দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করাই, আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। আমি আমার প্রতি অর্পিত দ্বায়িত্ব মেধা,প্রজ্ঞা,বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দিয়ে সঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই আমার জন্য আর্শিবাদ করবেন। ”
এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।