ভগ্নহৃদয়
শুয়াইব মাহমুদ
মোদের আয়ুষ্কাল যেথায় হর্ষ, সেথায় মর্মজ্বালা
হেথায় বিনিদ্র হয় মোদের প্রণয়লীলা।
কেহ পরাভূত, কেহ বিজেতা,
কাহারো আয়ুষ্কাল আবার অকাল ভষ্মতা।
উত্থান পতনে কাহারো ভগ্নহৃদয়,
কেহ আবার স্থৈর্যময়।
আয়ুষ্কালের উত্থান পতনের রোগাপয়ন স্থৈর্য,
সাফল্যই অভিলাষ, উদ্যম আর কার্য।
চন্দ্রের অষ্টাবিংশ দশায় অমাবস্যা,পূর্ণিমা
অব্দে যেথায় হিমময় আবার সেথায় তপ্ততা।
মর্তে হেথায় দিবা সেথায় নিশি,
হেথায় রবি আবার সেথায় শশি।
তরুর পালক ঝরে হিমঋতুতে,
নব্য পালকের আবির্ভাব বসন্তে।
আয়ুষ্কালের উত্থান পতনের রোগাপয়ন স্থৈর্য,
স্থৈর্য অর্পন করিবে মোদের সুখৈশ্বর্য।
লেখক- শিক্ষার্থী, দশম শ্রেণী, সন্ধানী স্কুল এন্ড কলেজ।