নিউজ ডেস্কঃ ব্রাক্ষণবাড়িয়ায় স্বাধীনতার ৫০ বছর পূর্ণ, প্রথম প্রহরে ঐতিহাসিক হামলার তাণ্ডব লীলার স্পট সমূহ।
সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হামলার তান্ডব লীলা ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতবিক্ষত উল্লেখযোগ্য কিছু স্থাপনা….
* বঙ্গবন্ধুর প্রতিকৃতি
* শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর
* ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন
* আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ
* জেলা সরকারি গণগ্রন্থাগার
* কালীবাড়ি মন্দিরের প্রতিমা
* ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব
* জেলা পরিষদ ভবন
* পুলিশ সুপারের কার্যালয়
* জেলা পুলিশ লাইন
* সার্কিট হাউস
* ফায়ার সার্ভিসের কার্যালয়
* সদর উপজেলা ভূমি অফিস
* সিভিল সার্জনের কার্যালয়
* মৎস্য কর্মকর্তার কার্যালয়
* ডিসির বাসভবন
* এসপির বাসভবন
* জেলা জজের বাসভবন
* সরাইলে হাইওয়ে থানা
* সদরের খাঁটিহাতা থানা
*সরাইল বিশ্বরোড আব্দুল কুদ্দুস মাখন চত্বর
* খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সামনে দাড়িয়ে থাকা জলকামান গাড়ি
* রেলওয়ে পুলিশ ফাঁড়ি
*সরাইল অরুয়াইল পুলিশ ফাঁড়ি ভাংচুর লুটপাট
*সনি বাংলা টিভি সাংবাদিক শওকত আলীর উপর অতর্কিত হামলা, মোটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ
*আশুগঞ্জ জনগুরুত্বপূর্ণ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় ভাংচুর লুটপাট
* সদর থানাধীন দুই নম্বর পুলিশ ফাঁড়ি
* জেলা আনসার-ভিডিপি কার্যালয়
* ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়
* ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার গ্যারেজে থাকা সকল গাড়ি
* জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা
* জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স
* ব্যাংক এশিয়া
* ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন
* ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস
* শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়
* মা ও শিশুকল্যাণ কেন্দ্র
* দলিল লেখক সমিতির কার্যালয়
* প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির ওপর হামলা
* জেলা আওয়ামী লীগ কার্যালয়
* জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কার্যালয় ও বাড়ি
*আল মামুন সরকারের শশুর বাড়ি
* জেলা আওয়ামীগ নেতা ও আয়কর উপদেষ্টা জহিরুল ইসলাম ভূঁইয়ার কার্যালয়
* জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়ি
* জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের বাড়ি
* বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলীর শহরের হালদারপাড়ার বাসভবন
*এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার এর বাসভবন
*মেয়র নায়ার কবিরের বাসভবন
* জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খোকনের বাড়ি সহ অনেকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ…
দেশপ্রেম ঈমানের অঙ্গ। জনগণের জানমালে অগ্নিসংযোগ ও নাশকতা করে যারা নিজেরা ঈমানহানি করছে, তারা নাকি ঈমানী পরীক্ষা দিচ্ছে ও ইসলামের জন্য জিহাদ করছে,,,, তারা কোন ইসলামের জন্য এসব করছে?