পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ১১৯ বল মোকাবিলা করে ১০০ রানের ইনিংস খেলেন আরিফুল। আর বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সপ্তম স্থান নির্ধারণি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ বল মোকাবিলা করে খেলেন ১০২ রানের ইনিংস। তার ইনিংসটি ৯টি চার ও ৩টি ছক্কার মারে সাজানো ছিল।
যুব বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন আরিফুল। ২০০৪ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ২০১৪ সালে যার পুনরাবৃত্তি দেখেছিল ক্রিকেট বিশ্ব দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের ব্যাটে। এবার তাদেরকে স্মরণ করালেন বাংলাদেশের আরিফুল।
১৬তম ব্যাটসম্যান হিসেবে যুব বিশ্বকাপে ২টি সেঞ্চুরি আসল আরিফুলের ব্যাট থেকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে ২টি সেঞ্চুরি আছে এনামুল হক বিজয়ের ।