fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বাসে দাঁড়াই’- গ্লোবাল মিউজিক স্ট্রিমিং মঞ্চে বাংলাদেশের প্রথম খ্রিস্টিয়ান গান

                                           
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের ১৩ আগস্ট স্টিভ ফেবিয়ানের নতুন গান ‘বিশ্বাসে দাঁড়াই’ বিশ্বব্যাপী মুক্তি পায় – যা বাংলাদেশ থেকে এই ধারার প্রথম গান। ‘বিশ্বাসে দাঁড়াই’ বিশ্বব্যাপী মিউজিক স্ট্রিমিংয়ে বাংলা খ্রিস্টিয়ান ধারার সূচনা।

সমসাময়িক খ্রিস্টিয়ান/গসপেল সংগীত সারা বিশ্বে সঙ্গীতের একটি জনপ্রিয় ধারা, তবে দুঃখজনক যে বাংলাদেশ থেকে এই ধারার একটিও গান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত নেই। এখানে ‘বিশ্বাসে দাঁড়াই’ সেই শূন্যতা পূরণ করে। এটি এখন বিশ্বব্যাপী ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, সাউন্ডক্লাউড, ডিজার, প্যান্ডোরা সহ অন্যান্য মিউজিক স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

‘বিশ্বাসে দাঁড়াই’ বিশ্বাসের একটি গান। গানটি বিশ্বাসের উৎস এবং শক্তি সম্পর্কে জানায়, যা আমাদের কঠিন সময়ে আশা যোগায়। গানটি করোনা মহামারীর প্রথম দিকের দিনগুলোতে লেখা হয়েছিল, যখন সবাই মৃত্যুভয় নিয়ে ঘরবন্দি। এই গানটি ছিল সেই সময়ে শক্তি ও উৎসাহের আশা জাগানোর জন্য, যা সকলকে স্মরণ করিয়ে দেয় বিশ্বাস করতে, নির্ভর করতে সর্বশক্তিমান ঈশ্বরের ওপর। যিনি সবকিছু সম্ভব করতে পারেন। ‘বিশ্বাসে দাঁড়াই’ গানটি বাংলাদেশসহ বিশ্বাসীরা সানন্দে গ্রহণ করেছে।বিশ্বাসে দাঁড়াই’- গ্লোবাল মিউজিক স্ট্রিমিং মঞ্চে বাংলাদেশের প্রথম খ্রিস্টিয়ান গান

এই গানটি প্রকাশের মাধ্যমে স্টিভ ফেবিয়ান হন গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্মে স্বীকৃত বাংলাদেশের প্রথম বাংলা খ্রিস্টিয়ান শিল্পী। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্টিভ ফেবিয়ান। স্টিভ বলেছেন, ‘বিশ্বাসে দাঁড়াই’ গানটি বলছে বিশ্বাসের ওপর দাঁড়ানোর কথা, অদেখাকে দেখার কথা এবং এই গানেও সেটিই ঘটেছে।

এর আগে স্টিভ একটি ইংরেজি একক এবং একটি পিয়ানো অ্যালবাম প্রকাশ করেছিলেন, যার মাধ্যমে তিনি ইউটিউব, স্পটিফাই এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে অফিসিয়াল শিল্পী হিসেবে স্বীকৃত হন। স্টিভ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানান, সে আরো বাংলা খ্রিস্টিয়ান গান প্রকাশ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন বাংলাদেশ থেকে অনেক খ্রিস্টিয়ান সঙ্গীতশিল্পীদের দেখতে পাবেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন